প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,
আস্সালামু আলাইকুম।

PIONEER Programme এর পক্ষ থেকে তোমাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছ। তুমি নিশ্চয়ই ভাবছ যে, J.S.C পরীক্ষা শেষ হওয়ার পর নতুন সিলেবাস ও পরীক্ষার ধরণের আঙ্গিকে নিজেকে প্রস্তুত করার জন্য বিদ্যালয়ের পাশাপাশি কার সাহায্য নিবে?

ভেবে দেখ, যদি একটি বিল্ডিং তৈরি কর আর তার উপাদান যদি দূর্বল হয় তাহলে বিল্ডিং এর ভিত্তিটা কেমন হবে? সামান্য ঝড় বাতাসে বা প্রাকৃতিক দূর্যোগে এটি ধ্বসে পড়বে। তদ্রুপ তোমার শিক্ষার ভিত্তিটা যদি মজবুত না হয় তাহলে এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে পারবে না। এজন্য সঠিক দিক নির্দেশনা নিয়ে তোমার ভিত্তিটা শক্ত করার এখনই উপযুক্ত সময়। তোমার ভবিষ্যৎ হেলায় নষ্ট করো না। এ কারণে সঠিক দিক নির্দেশনা ও সেরা প্রস্তুতির ক্ষেত্রে বিগত সাত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা Dinajpur Medical College, Dinajpur Govt. College ও HSTU-এ অধ্যয়নরত কতিপয় মেধাবী শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিজ্ঞান সচেতন প্রজন্ম তৈরির লক্ষ্যে PIONEER নামক একটি শিক্ষা সহায়ক প্রোগ্রাম শুরু করেছি। যা তোমার ভবিষ্যৎ জীবনে কাঙ্খিত ফলাফলসহ Doctor, Engineer ও অন্যান্য আদর্শ Profession-এ প্রতিষ্ঠিত হতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। আর এই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে প্রত্যেককে সম্পূর্ণরূপে প্রস্তুত করার জন্য "Academic Study" এর পাশাপাশি Viva-voce, Quiz, English Language Club এর আয়োজন করা হয়। এছাড়াও Medical/BUET/DU ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেয়া হয়।

আমি তোমাকে বলছি না যে, তুমি আমাদের PIONEER এ ভর্তি হও। আল্লাহর রহমতে ও তোমাদের পরিশ্রম দ্বারাই নিজের ভবিষ্যৎ গড়ে নিবে। তবে যেখানেই ভর্তি হওনা কেন একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবে। কেননা সঠিক পথ প্রদর্শক বাছাই করা তোমার দায়িত্ব।

তুমি কি চাও না, তুমি এমন কিছু কর যার দ্বারা সমস্ত পৃথিবীর কাছে তুমি একজন আদর্শ ও স্মরণীয় মানুষ হয়ে থাকতে পার? তাহলে আর দেরী কিসের...

sign of president

Dr. A. R. Sofael Ahmed Biplob
President
Pioneer Programme

গ্যালারি